জুলাই ১৪, ২০২৫ ২:২১ এএম

বগুড়ায় পুলিশের ভুয়া কনস্টেবলকে গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় পুলিশের ভুয়া কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে চারমাথা গোদারপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তির নাম রিপন ইসলাম( ২৬)। তিনি পশ্চিম গোদারপাড়া এলাকার মমিনুল ইসলাম মমিনের ছেলে৷ তবে তিনি পেশায় কি করেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া উপশহর ফাঁড়ির উপপরিদর্শক সোহাগ মিয়া৷ তবে গ্রেপ্তার রিপনের দাবি, তিনি শখ করে পুলিশের পোশাক পরেছিলেন।

পুলিশ কর্মকর্তা সোহাগ ফকির জানান, বিকালে রিপন পুলিশ কনস্টেবলের পূর্নাঙ্গ পোশাক পরে বাজারে ঘুরতেছিলেন। তার আচরণ সন্দেহজনক হওয়ায় বাজার এলাকায় থাকা লোকজন তাকে আটকে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ যেয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

তিনি আরও জানান, রিপন রেলওয়ে পুলিশের আ: কুদ্দুস নামে এক কনস্টেবলের পোশাক পরেছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে, গ্রেপ্তার রিপন দাবি করেছেন তিনি এই পোশাক চারমাথা ফ্লাইওভারের নিচে পেয়েছিলেন। আর তিনি এটা নাকি এটা শখ করে পরেছিলেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print