আগস্ট ১৭, ২০২৫ ৪:৪৯ পিএম

বগুড়ায় প্রতারণা ও অর্থ আত্মসাত মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান গ্রেপ্তার

Oplus_16777216
Oplus_16777216

প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শাজাহানপুর উপজেলার নিশ্চিতপুর এলাকায় তার নির্মাণাধীন আমেনা ডেইরি ফার্মে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত কয়েক বছরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রজেক্ট, অনুদান ও চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। বগুড়া ছাড়াও নিজ জেলা গাইবান্ধার গোবিন্দগঞ্জে তার বিপুল সম্পদ রয়েছে। ‘আমেনা ফাউন্ডেশন’সহ ‘আমেনা’ নামে একাধিক প্রতিষ্ঠান গড়ে তুলে সাধারণ মানুষকে প্রতারণার ফাঁদে ফেলতেন তিনি।

বগুড়া সদর থানার এসআই নুরুজ্জামান বলেন, “আমেনা ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানামূলে আজ সকালে নিশ্চিতপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print