বগুড়ার সেচ্ছাসেবী সংগঠন মানবিক বন্ধু ফাউন্ডেশনের দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এদিন দেড় শতাধিক অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন সংগঠনকরা।
গত শুক্রবার বিকেলে শহরের শহীদ খোকন পার্কে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বন্ধু ফাউন্ডেশনের সভাপতি সাংবাদিক কামরুজ্জামান সম্পদ। এরআগে দুপুরে খাবার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রবিন ইসলাম হাবিব, সহ সভাপতি সম্রাট প্রামানিক, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম শেখ, সহ সাধারণ সম্পাদক সাদ্দামুল ইসলাম, দপ্তর সম্পাদক সাদিয়া আফরিন, জাকির হোসেন, সিজান শেখ, জান্নাতুল আফরিন, মোস্তফা কামাল, সুমন ইসলাম, সাহাদত হোসেন প্রমুখ।