বগুড়া সদরে বাসের ধাক্কায় সাবেক এক ইউপি সদস্য নিহত হয়েছেন। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ৮টায় চারমাথা গোদাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন (৫৫) সোনাতলা উপজেলার দক্ষিণ আটকরিয়া গ্রামের বাসিন্দা ও সোনাতলার ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত আনোয়ার হোসেন চারমাথা এলাকার আলিবাবা হোটেলের সামনে রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় একটি বাস তাকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে স্থানীয় লোকজন দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
