জুলাই ১৭, ২০২৫ ২:৪৪ এএম

বগুড়ায় বিপুল পরিমাণ মাদক জব্দ, ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার 

Oplus_16777216
Oplus_16777216

বগুড়ায় র‍্যাবের মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। পৃথক অভিযানে দুই মাদক কারবারিসহ ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

রোববার শাজাহানপুর উপজেলার বনানী মাইক্রোওয়েভ বেতার স্টেশন (বিটিসিএল বনানী) অফিস এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে মাদক বিরোধী অভিযান চালানো হয়। এসময় ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল জব্দ করে র‍্যাব।

গ্রেপ্তার মাদক কারবারি শামীম মিয়া (২০) কুড়িগ্রামের ভুরুঙ্গামারি উপজেলার মইদাম হাজিপাড়ার আশরাফ আলীর ছেলে এবং লিয়ন মিয়া (২২) কুড়িগ্রামের সদর উপজেলার কাঠালবাড়ি নেপাদদারগা আদগ্রাম এলাকার (আবাসন) মুসা মিয়ার ছেলে। তিনি উলিপুর উপজেলার গরুর হাটি মুন্সিপাড়ার স্থায়ী বাসিন্দা। পৃথক অভিযানে বগুড়া শহরের মালতিনগর শান্তিবাগ এলাকা থেকে গ্রেপ্তার ধর্ষণ মামলার আসামি রকি মিয়া (২২) গাবতলী উপজেলার করিমপাড়া এলাকার মাহাবুব রহমানের ছেলে।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (লেফটেন্যান্ট কমান্ডার বিএন) এম আবুল হাশেম সবুজ জানান, গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের এবং ধর্ষণ মামলার আসামিকে গাবতলী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, রাত সোয়া ১টার দিকে শাজাহানপুরের বনানী এলাকায় মহাসড়কের ওপর মাদকসহ অবস্থান করছিল দুই কারবারি। অভিযান চালিয়ে ২৫ কেজি ৮০০ গ্রাম গাঁজা ও ৫০ বোতল ফেন্সিডিলসহ নগদ টাকা জব্দ করা হয়।

পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৩ জুন গাবতলীর করিমপাড়ার এক কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে ব্যর্থ হয়ে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে অভিযুক্ত রকি। এ ঘটনায় গত ১৫ জুন গাবতলী মডেল থানায় মামলা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print