অক্টোবর ৯, ২০২৪ ৩:০৬ এএম

বগুড়ায় বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী পরিষদের কর্মবিরতি

দশম গ্রেড/দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সামনে কর্মবিরতি পালন করছেন বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-পেশাজীবী পরিষদ।

দাবি নয় অধিকার আদায়ের লক্ষ্যে মঙ্গলবার (১ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় তারা বলেন, ১০ গ্রেড /দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা বেতন স্কেল বাস্তবায়ন না হলে বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র -পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ লাগাতার কর্মবিরতি ও অবস্থান ধর্মঘটের মত কর্মসূচি পালন করেছে। প্রথম তিন দিন ৬ ঘণ্টার কর্মবিরতি এবং আগামী ৪ দিন পর থেকে ফুল টাইম কর্মবিরতি পালন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ।

এ কর্মবিরতিতে বক্তব্য রাখেন- বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন আহবায়ক শরীফুল ইসলাম, সদস‍্য সচিব মিরাজ হোসেন, জাহিদুল ইসলাম, সাইফুল, মোয়াজ্জেম হোসেন, ফেরদৌস হাবীব প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print