ডিসেম্বর ৪, ২০২৩ ১২:১৫ এএম

বগুড়ায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল যুবকের মরদেহ

বগুড়ার ধুনটে ভুট্টা ক্ষেত থেকে তাজমুল আকন্দ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের নাটাবাড়ি এলাকায় লাশটি উদ্ধার করা হয়।

নিহত তাজমুল আকন্দ (৩৫) ওই এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে।

স্থানীয়রা জানান, তাজমুল মাদকাসক্ত ছিলেন বলে তার স্ত্রী রঞ্জুনা খাতুন সন্তানদের নিয়ে ঢাকায় থাকেন। ঘটনার দিন সোমবার সকালে তাজমুলের বাড়ির অদূরে ভুট্টা ক্ষেতে তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। ধারনা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের ফলে তার মৃত্যু হতে পারে। 

তবে পরিবারের সদস্যরা জানান, তাজমুল রবিবার বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাসায় ফেরেনি।

ধুনট থানার অফিসার ইনচার্জ ওসি রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় পরিবারের কোন অভিযোগ না থাকায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত