ডিসেম্বর ১, ২০২৫ ৮:৫২ পূর্বাহ্ণ

বগুড়ায় মামলার বাদী খুন, জড়িত দুইজন গ্রেপ্তার 

বগুড়ার শাজাহানপুরে প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা করায় আসামিদের হামলায় বাদী আল আমিন খুনের ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‍্যাব। তাদেরকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

গত শনিবার দিবাগত রাতে র‍্যাব-১২ ও র‌্যাব-৪ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ঢাকার গাবতলী এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করে।

তারা হলেন- হত্যা মামলার এজাহার নামীয় ৪ নম্বর আসামি বাশির আহম্মেদ (২৬) এবং ৫ নম্বর আসামি নাজির হোসেন (২৮)। আসামিরা সম্পর্কে আপন দুই ভাই। তারা শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

রোববার র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লীডার) ফিরোজ আহমেদ এটিসি এ তথ্য নিশ্চিত করেন।

প্রতিপক্ষের হামলার নিহত আল আমিন (৩৫) বগুড়া নিউ মার্কেটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। তিনি শাজাহানপুর উপজেলার ভাদাইকান্দি এলাকার আফসার আলীর ছেলে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, ভিকটিম আল আমিন বাদী হয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে খুন জখমের হুমকি ও মামলা তুলে নিতে চাপ দেওয়াসহ দুইলাখ টাকা চাঁদা দাবি করে আসামিরা। গত ২৮ জুলাই দেড়লাখ টাকাভর্তি ব্যাগ নিয়ে নিজ বাড়ি থেকে ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথিমধ্যে ভিকটিম আল আমিন হামলার শিকার হন। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২ আগস্ট রাতে তার মৃত্যু হয়। এ ঘটনায় শাজাহানপুর থানায় হত্যা মামলা দায়ের হলে আসামি গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‌্যাব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print