বগুড়া জেলার শেরপুর থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়েছে। গত রবিবার সকাল ১০ টায় বগুড়া পুলিশ লাইন্স অডিটোরিয়ামে জানুয়ারি মাসের মাসিক কল্যাণ সভায় শেরপুর থানাকে ভালো পারফর্মেন্সের জন্য জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত করা হয়।
এই সভায় শেরপুর থানার ওসিকে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)।
শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার, তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেপ্তারে ৩য় ও শ্রেষ্ঠ বিট অফিসারের পুরস্কার প্রাপ্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোতাহার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরীন, আদমদিঘী সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ প্রমূখ।