অক্টোবর ১, ২০২৫ ১:২০ এএম

বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়া শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় মূল আসামি জামিল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বুধবার (১ অক্টোবর) রাত সোয়া ১২ টার দিকে জেলার শেরপুর উপজেলার কাশিয়াবালা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামি জামিল হোসেন (৪৪) জেলার কাহালু উপজেলার পাল্লাপাড়া এলাকার আব্দুল মজিদ আকন্দের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার।

এরআগে গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের জেলার কাহালু উপজেলার মাগুড়া এলাকা হুইল বরশি দিয়ে পুকুরে মাছ ধরার সময় শহর যুবদল নেতা রাহুল সরকারকে কুপিয়ে খুন করে দুর্বৃত্তরা। নিহত রাহুল বগুড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ও শহরের কৈগাড়ী এলাকার সোবহান সরকারের পুত্র।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের মাগুড়া গ্রামে যুবদল নেতা রাহুল সরাকার তার লিজ নেয়া পুকুরে বরশি দিয়ে মাছ ধরছিলেন। এসময় ৮-১০ জন যুবক সেখানে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলেই প্রাণহারান যুবদল নেতা রাহুল সরকার।

বগুড়া জেলা ডিবি ইনচার্জ ইকবাল বাহার বলেন, হত্যাকান্ডে জড়িত আসামি জামিল হোসেন হত্যাকান্ডের পরপরই আত্মগোপনে যাবার পরিকল্পনা করছিলো। জেলা ত্যাগ করার গোপন খবর পেয়ে জেলা গোয়েন্দা শাখার চৌকস টিম শেরপুরের একটি এলাকা থেকে গ্রেপ্তার করে। বাকী জড়িত আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print