আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বগুড়ায় জামায়াতে ইসলামীর শহর যুব ও ক্রীড়া ইউনিটের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, যুব সমাজকে যুবশক্তিতে পরিনত করতে পারলেই দেশ উন্নত হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুবকদের পেশাগতভাবে দক্ষ করার পাশাপাশি নৈতিক শক্তিতে বলীয়ান হিসেবে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে জামায়াত।
মঙ্গলবার সকালে শহরের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনে আগাম দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
শহর শাখার যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি অধ্যাপক আব্দুস ছালাম তুহিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ সম আব্দুল মালেক।
যুব ইউনিটের সেক্রেটারী আব্দুল হাদী শফিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন যুব নেতা এনামুল হক রানা, নামিরুল হক জার্জিস, আব্দুল ওয়াদুদ, দেলোয়ার হোসেন, আবু সুফিয়ান পলাশ, অধ্যাপক হারুনুর রশিদ, মোস্তফা মোঘল, আবু হুরায়রা, রফিকুল ইসলাম, মোকাম্মেল হক প্রমূখ।
