জুন ২৮, ২০২৫ ৯:২১ পিএম

বগুড়ায় রাস্তা পার হওয়ার সময় কোচের ধাক্কায় যুবক নিহত

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

বগুড়ার শেরপুরে ঢাকা বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির কোচের ধাক্কায় মারুফ হাসান (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ জুন) সকাল ১১টায় উপজেলার কৃষ্ণপুর এলাকায় গাড়ি সার্ভিসিং সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মারুফ হাসান শাহ-বন্দেগী ইউনিয়নের ধড়মোকাম (হাওয়াখানা) এলাকার ছায়েদ আলীর ছেলে ও গাড়ির হেলপার।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মারুফ গাড়ি সার্ভিসিং সেন্টারের গাড়ি রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা গামী একটি দ্রুতগতির কোচ তাকে সজোরে ধাক্কা দিলে সে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আল-আমিন জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। কোচ ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ায় কোচ ও চালকের পরিচয় জানা যায়নি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print