বগুড়ায় রেলস্টেশন এলাকায় হাফিজুল ইসলাম ওরফে সখি পাগল নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
মৃত হাফিজুল ইসলামের বাড়ি আদমদীঘি উপজেলার চাপাপুরের গোবিন্দপুর গ্রামে। কিন্তু তিনি রেলস্টেশন এলাকায় বস্তির আশপাশে বাস করতেন।
বগুড়া রেলওয়ে স্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক খায়রুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, সকাল থেকেই অসুস্থ ছিলেন হাফিজুল। বিকাল চারটার দিকে সান্তাহারগামী দোলনচাঁপা ট্রেন আসলে তিনি ট্রেনে উঠার চেষ্টা করছিলেন। ইঞ্জিনে উঠার পরে সেখানে শুয়ে পড়েন তিনি। এসময় তাকে নামিয়ে নেওয়া হলে কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।