নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বগুড়ার আদমদীঘি উপজেলা এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন এই দণ্ড প্রদান করেন।
জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে শতাধিক মোটরসাইকেল নিয়ে ঘোড়া প্রতীকের শোডাউন করছিল উপজেলা এক চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মী সমর্থকরা। এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে ওই ঘোড়া প্রতীকের প্রার্থী তোফায়েল হোসেন লিটনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। এসময় প্রার্থীকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার নির্দেশনা দেন তিনি।