জুন ১৮, ২০২৫ ৫:২৬ পিএম

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ছাত্রদলের সাবেক সভাপতি আহত 

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ার নন্দীগ্রামে আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা (৪৫) গুরুতর আহত হয়েছেন। তিনি মাথায়, বুকে ও পায়ে আঘাত পেয়েছেন। তবে শঙ্কামুক্ত বলে জানা গেছে। 

বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই-বিজরুল সড়কের বর্ষণের তিনমাথা মোড়ে দুর্ঘটনা ঘটে। চলন্ত মোটরসাইকেলে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন সাবেক ছাত্রদল নেতা। তিনি উপজেলার দামরুল এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল নিয়ে বিজরুল থেকে নিজ গ্রাম দামরুল এলাকায় ফিরছিলেন রেজাউল। বিজরুল গ্রামের সীমানা পার হয়ে তিনমাথা বর্ষণের মোড় কড়ইতলা এলাকায় পৌঁছিলে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। আশপাশের লোকজন ঘটনাস্থল থেকে সাবেক ছাত্রদল নেতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়ার একটি হাসপাতালে নেওয়া হয়।

আহত উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রেজাউল করিম রেজা জানান, বর্ষণের মোড়ে সড়কের ওপর বালু এবং মুরগির খাবারের বস্তা ফেলে রেখেছেন জনৈক ব্যক্তি। সেখানে দুর্ঘটনার শঙ্কায় তিনি ধীরগতিতে পার হচ্ছিলেন। এসময় আকস্মিক ভাবে বেপরোয়া গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আঘাতে তার পায়ে ফ্যাকচার হয়েছে, মাথায় এবং বুকে আঘাত লেগেছে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print