ডিসেম্বর ৩, ২০২৩ ১০:৩০ পিএম

বগুড়ায় সন্তানদের অপহরণের হুমকি দিয়ে পোস্টারিং করা সেই আলোচিত ঘটনার মূল হোতা গ্রেপ্তার

বগুড়ার কাহালু উপজেলার মুরইল বিষ্ণপুরসহ কয়েকটি গ্রামে সন্তানদের অপহরণের হুমকি দিয়ে পোস্টারিং করা সেই আলোচিত ঘটনার মূল পরিকল্পনাকারী রবিউল ইসলাম(২৩) কে গ্রেফতার করেছে পুলিশ। রবিউল বিষ্ণপুর গ্রামের মোঃ আব্দুল মোমিনের ছেলে।

বৃহস্পতিবার তাকে গ্রেফতারের পর সন্ধ্যায় কাহালু থানায় প্রেসবিফিং করেন থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা।

প্রেসবিফিংয়ে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদের রবিউল স্বীকার করেছে কিছু এলিট শ্রেণি ও ক্ষমতাধারী লোকজন অন্যায়, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সমাজের উন্নয়ন ব্যহত করছে। সমাজের মানুষ সামাজিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এই শ্রেণির মানুষদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য রবিউল নিজেই ২০০ থেকে ২৫০ টি বাড়ির দরজায় ও দেয়ালে পোস্টার লাগায়।

প্রেসবিফিংয়ে আরও বলা হয়, গ্রেফতারকৃত রবিউলের কাছ থেকে জব্দ করা হয়েছে চাঁদা দাবীকৃত ৪ টি পোস্টার, একটি ল্যাপটপ ও একটি পেনড্রাইভ।

এনসিএন/বিআর

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

সম্পর্কিত