বগুড়া সদরের এরুলিয়া এলাকায় রোববার রাত সাড়ে ১১টায় সারের গোডাউনে অভিযান চালিয়ে ইউরিয়া ও ডিএপি ১২ হাজার বস্তা সার জব্দ করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল।
রোববার রাতে সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয় এলাকায় মঞ্জু-করিম ট্রেডার্সের গোডাউন ১২ হাজার সারের বস্তা জব্দ করা হয়। এসময় অবৈধভাবে সার মজুদের অপরাধে গোডাউন সিলগালা এবং দুইটি ট্রাক জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সমর কুমার পাল জানান, গোডাউনের মালিক নাজমুল পারভেজ কনক দীর্ঘদিন ধরে অবৈধভাবে ডিএপি ও ইউরিয়া সার মজুদ করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামি আমরা। অভিযানে গোডাউন ভর্তি অবৈধভাবে মজুদ করা আনুমানিক ১২ হাজার বস্তা ডিএপি ও ইউরিয়া সার জব্দ করা হয়। এছাড়া দুটি সার ভর্তি ট্রাক এবং একটি খালি ট্রাক জব্দ করা হয়েছে। এরপর পুরো গোডাউন সিলগালা করা হয়েছে।
