সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৭:২৭ পিএম

বগুড়ায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

Oplus_16908288
Oplus_16908288

বগুড়ায় বিশেষ অভিযানে একটি পিকআপভ্যান থেকে ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ।

রবিবার (৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মাটিডালী বিমান মোড় এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি নীল রঙের টাটা পিকআপ থামিয়ে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার ও তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুই মাদক কারবারি হলেন, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার থৈকরের পাড়া এলাকার কফিল উদ্দিনের ছেলে তহিদুল ইসলাম তৌহিদ (২০) এবং নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার যদুমনি এলাকার মোজাফফর হোসেন বুড়ার মোস্তাকিম (২২)।

রবিবার দুপুরে জেলা পুলিশের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আতোয়ার রহমান।

জেলা পুলিশের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নেতৃত্বে এসআই (নিঃ) ফিরোজ মিয়া ও তার সঙ্গীয় ফোর্স বগুড়া সদর থানার মাটিডালী বিমান মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে আইএফআইসি ব্যাংকের সামনে পাকা রাস্তার ওপর একটি নীল রঙের টাটা পিকআপ (ঢাকা মেট্রো-ন-২১-৭৭৯৮) থেকে গোপন চেম্বারে রাখা ৪০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকেই দুই মাদক কারবারিকে আটক করা হয়।

বগুড়া সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print