এপ্রিল ২৩, ২০২৫ ৫:৫৩ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যক্তির মৃত্যু 

ছবিঃ প্রতীকী ছবি
ছবিঃ প্রতীকী ছবি

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে আনিছুর রহমান (৫২) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আনিছুর রহমান উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মৃত রজিব উদ্দিনের ছেলে।

মঙ্গলবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

জানা যায়, মঙ্গলবার সকালে নিজ এলাকায় বৈদ্যুতিক খুঁটি থেকে একটি বাড়িতে সংযোগ দিচ্ছিলেন আনিছুর রহমান। এসময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print