মার্চ ১৮, ২০২৫ ৫:১০ পিএম

বগুড়ার কলেজে কলেজে শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ও সহিংসতার ঘটনার বিচার এবং গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তির দাবিতে এইচএসসি পরীক্ষায় না বসার ঘোষণা দিচ্ছে বগুড়ার স্বনামধন্য বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩১ জুলাই) রাতে কলেজগুলোর ২০২৪ ব্যাচ’র শিক্ষার্থীদের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেইসবুক) বিভিন্ন কলেজের গ্রুপে ছড়িয়ে দেওয়া বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

কলেজগুলোর মধ্যে রয়েছে সরকারি আজিজুল হক কলেজ, সরকারি শাহ সুলতান কলেজ, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ, বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া সরকারি কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, বগুড়া মহিলা ডিগ্রি কলেজ, বিএএফ শাহীন কলেজ, টিএমএসএস পাবলিক স্কুল এন্ড কলেজ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল এন্ড কলেজ, বিয়াম মডেল স্কুল এন্ড কলেজ, করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ, পল্লী উন্নয়ন একাডেমি স্কুল এন্ড কলেজসহ আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা।

বিবৃতিগুলোতে জানানো হয়, যতদিন পর্যন্ত না সকল অন্যায়ভাবে গ্রেফতারকৃত এইচএসসি পরীক্ষার্থী ও অন্যান্যদের মুক্তি দেয়া হয় তারা রাজশাহী বিভাগের এইচএসসি বা সমমনা পরীক্ষায় অংশগ্রহণ করবেন না।

এদিকে, কোটা সংস্কার আন্দোলনে দেশে এখন পর্যন্ত ২১০ জনেরও বেশি আন্দোলনকারী এবং শিক্ষার্থীদের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের দাবি—এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ হাজারের মতো শিক্ষার্থী এবং আন্দোলনকারী ও সাধারণ মানুষ আহত হয়েছে। পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সরকার সমর্থক ছাত্রলীগ এবং তাদের দলীয় নেতাকর্মীদের হামলায় এসব আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি তাদের।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print