জুলাই ১৩, ২০২৫ ৯:৫০ পিএম

বগুড়ার ছেলে আহাদের প্রথম একক গান প্রকাশিত

নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী আব্দুল আহাদ তার সংগীতজীবনের প্রথম একক গান নিয়ে হাজির হয়েছেন শ্রোতাদের সামনে। আরটিভি ইয়াংস্টার ২০২৩-এ আলো ছড়ানো এই বগুড়ার তরুণ শিল্পী এবার গান গেয়েছেন নিজের লেখা ও সুরে—গানের নাম “তুমি ভুলে যেও আমায়”।

প্রেম আর বিচ্ছেদের সূক্ষ্ম আবেগে গাঁথা এই গানটি সংগীতায়োজন করেছেন জাকির আহমেদ। ভিডিও নির্মাণে ছিলেন নাসিমুল মোরসালিন স্বাক্ষর। গানের দৃশ্যে মডেল হয়েছেন আহাদ নিজেই, সঙ্গে ছিলেন নিহানি।

গানটি ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে ‘Abdul Ahad’ নামের ইউটিউব চ্যানেলে, যেখানে দর্শক-শ্রোতারা পাচ্ছেন এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

গানটি নিয়ে আহাদের ভাষায়,

“ভাঙা হৃদয়ের অনুভূতিগুলো এই গানে তুলে ধরেছি। প্রথম একক গান, তাই সময়, শ্রম আর ভালোবাসা—সবটুকুই ঢেলে দিয়েছি। আশা করি গানটি সবার মনে দাগ কাটবে।”

গানের অংশবিশেষ:

“তুমি বলেছিলে আমায় কেমন আছি,

আমি বলেছি তোমায় ভালোবাসি।

তুমি ডেকেছিলে আমায় মিছেমিছি,

আমি সেই ডাকেও সাড়া দিয়েছি…”

গানটির সাফল্যের পেছনে পাশে ছিলেন যাঁরা—এ এস এম জাকারিয়া, মেহেদী হাসান, আব্দুল্লাহ আল সিফাত, বাড়িরা হোসাইন, শাওন আল ফারুক, সাদিক জয় এবং রিদওয়ান—তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন আহাদ।

সংগীতই তার স্বপ্ন—এ কথা অকপটে জানিয়ে তিনি বলেন, তার এই যাত্রার মূল অনুপ্রেরণা ছিলেন তার বাবা ও বড় ভাই। ভবিষ্যতে আরও ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে এগিয়ে যেতে চান সংগীতের পথ ধরে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print