ডিসেম্বর ১, ২০২৫ ৭:১১ পূর্বাহ্ণ

বগুড়ার দুপচাঁচিয়ায় চাতাল শ্রমিককে ধর্ষণ: ধর্ষক গ্রেফতার

ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামী। ছবি: এনসিএন
ধর্ষণ মামলায় গ্রেফতারকৃত আসামী। ছবি: এনসিএন

বগুড়ার দুপচাঁচিয়ায় চাতালের এক নারী শ্রমিককে (৫০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর আসামি আব্দুস সালামকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সালাম উপজেলার চন্দ্রদীঘি পূর্বপাড়ার মৃত ময়েজ উদ্দিনের ছেলে। মঙ্গলবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর এলাকায় একটি চাতালে কাজ এবং সেখানেই টিনসেড ঘরে বসবাস করে আসছিল ওই নারী শ্রমিক। ওই নারী বিভিন্ন চাতালে কাজ করা কালে চাতাল শ্রমিক ও আসামী আব্দুস সালামের সঙ্গে তার পরিচয় হয়। সেই সূত্রে গত এক মাস আগে আসামী আব্দুস সালাম ওই চাতালের ঘরে এসে তাকে নানা ধরনের প্রলোভন ও বিয়ের আশ্বাস দিয়ে দৈহিক মেলামেশা করেন। ওই নারী বিয়ের কথা বললে আব্দুস সালাম নানা অজুহাতে কালক্ষেপন করে এবং নিয়মিত দৈহিক মেলামেশায় লিপ্ত হয়।

গত শুক্রবার (১৩ মে) রাত ১১টায় আব্দুস সালাম অন্য দিনের মতো তার শয়ন ঘরে ঢুকে ফের মেলামেশার প্রস্তাব করলে তিনি অসম্মতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে ওই নারীকে খুন, জখমের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ধর্ষণ করার সময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আব্দুস সালামকে হাতেনাতে আটক করে।

একপর্যায়ে আটক সালাম বিয়েতে রাজী হয়ে কাজী ডাকতে বলেন। এরপর বিয়ে রেজিস্ট্রি করার জন্য তার জাতীয় পরিচয়পত্র আনার কথা বলে কৌশলে পালিয়ে যায়। নিরুপায় হয়ে ওই নারী সোমবার বিকেলে দুপচাঁচিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭ টায় উপজেলার সাহারপুকুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কালাম আজাদ জানান, ওই নারীর দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত আসামীকে মঙ্গলবার জেল হাজতে পাঠানো হয়েছে। ভিকটিমের পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print