ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ১:০৮ পিএম

বগুড়ার ধুনটে পুলিশের অভিযানে গরু চোর গ্রেপ্তার, বাছুর সহ ৩ গরু উদ্ধার

বগুড়ার ধুনটে আব্দুল মমিন (৪৫) নামের একাধিক চুরি মামলার আসামিকে গ্রেপ্তার ও বাছুরসহ ৩টি গরু উদ্ধার করেছে থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি সিরাজগঞ্জ জেলার সদর থানার মৌলভিপাড়া (সরকারপাড়া) এলাকার মৃত আকলিয়া’র ছেলে।

থানা সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই রবিবার রাতে গোয়ালে গরু রেখে খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় ঘুমিয়ে পড়ে উপজেলার নিমগাছী ইউনিয়নের শিয়ালি গ্রামের আজাহার আলী প্রামানিকের ছেলে আশরাফ আলী। দিবাগত রাত ৩টার দিকে ঘুম থেকে উঠে গোয়াল ঘরের দরজা খোলা দেখতে পায়। পরে গোয়াল ঘরে গিয়ে দেখতে পায় দরজার তালা ভেঙ্গে বাছুরসহ ৩টি গরু চুরি করে নিয়ে গেছে। পরে ধুনট থানায় আশরাফ আলী বাদি হয়ে বাছুরসহ ৩টি গরু যার সমষ্টি মূল্য ১ লাখ ৮৫ হাজার টাকা উল্লেখ করে একটি চুরি সংক্রান্ত এজাহার দায়ের করে। বুধবার ধুনট থানার ওসি সৈকত হাসানের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে আসামিকে সিরাজগঞ্জের তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও বাছুরসহ ৩টি গরু উদ্ধার করে পুলিশ।

ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে একাধিক চুরি মামলার আসামী আব্দুল মমিন কে গ্রেপ্তার ও বাছুরসহ ৩টি গরু উদ্ধার করা হয়েছে। আসামিকে বৃহস্পতিবার সকালে জেল হাজতে পাঠানো হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print