বগুড়ার নন্দীগ্রামে বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়েছেন। এঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরো ৫ জন। এদের মধ্যে ৩ জন সিএনজি যাত্রী ও ২ জন পথচারী।
রবিবার (২৭ জুলাই) বেলা পৌনে বারোটার দিকে উপজেলার বগুড়া নাটোর মহাসড়কের কুন্দরহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মধ্যে একজন সিএনজি চালক ও উপজেলার কাথম দক্ষিণপাড়া এলাকার শফিকুল ইসলামের ছেলে আরাফাত হোসেন (২২) ও অপরজন মহিলা যাত্রী উপজেলার বিশা গ্রামের নজু হাজীর স্ত্রী হাওয়া বিবি (৫০)।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দরহাট হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মোহন্ত।
ওসি নির্মল চন্দ্র মহন্ত আরো জানান, দুর্ঘটনায় জড়িত কুরিয়ার সার্ভিসের একটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের চিকিৎসা চলছে।
তিনি আরও জানান, আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।