বগুড়ার শেরপুরে গাড়িদহ ও কুসুম্বি ইউনিয়নে জমির শ্রেণি পরিবর্তণ করে পুকুর খনন করায় শেরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম রেজাউল করিম অভিযান চালিয়ে পুকুর খননের সরঞ্জাম জব্দ করেন।
শনিবার (২০ জানুয়ারি ) গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের দিঘীরপাড় ও কুসুম্বি ইউনিয়নের চন্ডেশ্বর গামে এ অভিযান চালান। জানা যায়, দীর্ঘদিন ধরে আবাদী জমি থেকে মাটি তুলে পুকুর খনন করে মাটি বিক্রয় করে যাচ্ছে অসাধু ব্যবসায়ীরা।
গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম সেখানে অভিযান চালান। অভিযান টের পেয়ে গাড়ীদহ ইউনিয়নের জয়নগর গ্রামের দিঘীরপাড় আসামিরা পালিয়ে যায়।
এছাড়াও কুসুম্বী ইউনিয়নের চন্ডিশ্বর এলাকা থেকে পুকুর খনের সরঞ্জাম দুইটি পাম্প ও তিনটি ব্যাটারী জব্দ করেন।
এ বিষয়ে শেরপুর উপজেলা সহকারী কমিশনান (ভূমি) এস এম রেজাউল করিম, আসামীরা পালিয়ে যাওয়াই তাদেরকে আটক করা সম্ভব হয়নি। মাটি কাটা পুকুর খননের সরঞ্জাম জব্দ করা হয়েছে। অবৈধবাবে মাটি কাটা ও বালু উত্তোলনকারীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।