বগুড়া, ১৩ মে ২০২২: বগুড়ার শেরপুর উপজেলায় বজ্রপাতে আব্দুল মালেক (৪৬) নামের এক ধান কাটার শ্রমিক নিহত ও ফেরদৌস (৪৫) নামের এক শ্রমিক আহত হয়েছে।
নিহত মালেক ও আহত ফেরদৌস এক সাথে ধান কাটার কাজ করছিল।
শুক্রবার (১৩ মে) দুপুর ২ টার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামে এ ঘটনা ঘটে । নিহত আব্দুল মালেক এলাকার আঃ লতিফের ছেলে। গ্রামবাসী সূত্রে জানা যায়, আব্দুল মালেক পেশায় একজন অটো ভ্যান চালক, ধান কাটা মৌসুমে শ্রমিক সংকোট ও শ্রমিকের দাম বেশী হওয়ায় ভ্যান না চালিয়ে ধান কাটার কাজ করতো। অন্যানো দিনের মত দিনমজুর হিসাবে শুক্রবার সকালবেলা থেকেই জমিতে ধান কাটছিলেন, এ অবস্থায় দুপুরের দিকে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়।এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ মালেকের সুরতহাল রির্পোট শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম। ঘটনায় আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
