ডিসেম্বর ৫, ২০২৪ ১১:০৩ এএম

বগুড়া জেলা আ.লীগ নেতা মোহনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বগুড়ায় জ্ঞাত-আয়বহির্ভূত প্রায় ৯ কোটি টাকা মূল্যের সম্পদ অর্জনের মামলায় জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে চার্জশিট দাখিল হয়েছে। দুদকের তদন্তকারী কর্মকর্তা সম্প্রতি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে এ চার্জশিট দাখিল করেছেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়া কার্যালয়ের উপপরিচালক জাহাঙ্গীর আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুদক ও আদালত সূত্র জানায়, আওয়ামী লীগ নেতা মঞ্জুরুল আলম মোহন বগুড়া শহরের বাদুড়তলা এলাকার মৃত শাহ আলমের ছেলে। গত ২০১৯ সালে দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে তার সম্পদ বিবরণী দাখিলের নোটিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি ওই বছরের ১৮ আগস্ট বগুড়া কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন।

অনুসন্ধানের পর সাবেক সহকারী পরিচালক আমিনুল ইসলাম গত ২০২২ সালের ৪ জানুয়ারি মোহনের বিরুদ্ধে নিজ কার্যালয়ে মামলা করেন। পরবর্তীতে সহকারী পরিচালক মো. কামরুজ্জামান ও সহকারী পরিচালক জাহিদুল ইসলাম তদন্ত করেন। তদন্তকালে মঞ্জুরুল আলম মোহনের দাখিল করা সম্পদ বিবরণীতে দুই কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৩০৪ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন ঘোষণা প্রদান এবং নিজ ও পোষ্যদের নামে অবৈধ পন্থায় অসাধু উপায়ে জ্ঞাত-আয়বহির্ভূত আট কোটি ৮১ লাখ চার হাজার ৭৭ টাকা মূল্যের সম্পদ অর্জনের সত্যতা পাওয়া যায়। এ পরিমাণ সম্পদ নিজ ভোগ দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনের শাস্তিযোগ্য অপরাধ করেছেন।

অভিযোগ প্রমাণ হওয়ায় প্রধান কার্যালয়ের নির্দেশে তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক জাহিদুল ইসলাম সম্প্রতি বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালতে চার্জশিট দাখিল করেছেন। চার্জশিটে আসামি মঞ্জুরুল আলম মোহনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ও হুলিয়া জারির আবেদন করা হয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print