বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বগুড়া শহর শাখার ১নং ওয়ার্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান রিমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
কমিটিতে মো: রেজওয়ানুল ইসলাম লিমন-কে আহ্বায়ক ও মো: রিয়াদ আহম্মেদ নাফিজ-কে সদস্য সচিব করে ২৪ জনের একটি কমিটি অনুমোদন দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া শহর শাখা, ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে কমিটি অনুমোদনসহ আগামী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে বগুড়া শহর ছাত্রদলের দপ্তরে জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।