জুন ১৮, ২০২৫ ৪:৪১ পিএম

বগুড়া পৌর আওয়ামী লীগ নেতা আনিস গ্রেপ্তার

বগুড়া পৌর আওয়ামী লীগের নেতা আক্তারুজ্জামান আনিসকে (৬০) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার (১৭ মে) রাত ৮ টার দিকে শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এসব তথ্য নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ ইকবাল বাহার।

পুলিশ জানায়, গ্রেপ্তার আক্তারুজ্জামান আনিস বগুড়া পৌর আওয়ামী লীগের ১১ নং ওয়ার্ডের সভাপতি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আনিস আওয়ামী লীগের পক্ষে সক্রিয় ভুমিকা পালন করেছেন। তিনি পাঁচ আগস্টের পর আত্মগোপনে ছিলেন। শনিবার রাত ৮ টার দিকে ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তার অবস্থান নিশ্চিত হয়ে ডিবি পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

ডিবির ওসি ইকবাল বাহার আরো জানান, আক্তারুজ্জামান আনিসকে গোয়েন্দা কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার নামে কয়টি মামলা রয়েছে সেবিষয়ে যাচাই বাছাই করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print