কর্নেল মো. মহসীনকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে ওই পদে নিয়োগ দিতে শনিবার তাঁর চাকরি স্বাস্থ্যসেবা বিভাগে ন্যস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালকের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিক্কার আলমকে সেনাবাহিনীতে ফেরাতে তাঁর চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের পরিচালক কর্নেল মোহাম্মদ সানা উল্লাহকে প্রেষণে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রধান প্রকৌশলী হিসেবে নিয়োগ দিতে তাঁর চাকরি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে ন্যস্ত করা হয়েছে।