দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে নৌকার মাঝি সিরাজুল ইসলাম খানের মনোনয়ন বৈধ হলেও তার ছেলে স্বতন্ত্র প্রার্থী খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদীর মনোনয়ন বাতিল করা হয়েছে। ১ শতাংশ ভোটারদের তথ্যে গড়মিল থাকায় তার মনোনয়ন বাতিল বলে ঘোষণা করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. সাইফুল ইসলাম।
তবে, বাতিল ঘোষণার বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী।
তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটারদের তথ্য দিয়েছিলাম। সেখানে ১০জনের মধ্যে ২জনের তথ্যে গড়মিলের কথা জানিয়ে মনোনয়ন বাতিল করা হয়েছে৷ তবে আমি আপিল করবো।’
এদিকে, খান মুহাম্মদ সাইফুল্লাহর বাবা আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দ্বাদশ নির্বাচনে বগুড়া-৩ আসনের নৌকার মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। নৌকার মনোনয়ন পাওয়ার পর চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নেন। ২০২০ সালে উপজেলা কমিটি হলে সভাপতির দায়িত্ব পান। এক বছর পরে এই কমিটির পূর্নাঙ্গ তালিকা করেন সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু। এই পূর্নাঙ্গ কমিটিতে যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পান সিরাজুল ইসলামের বড় ছেলে খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী।
এর আগে, খান মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বলেন, ‘এখানে জোটের যিনি সংসদ সদস্য তিনি এই আসনের মানুষদের জন্য কিছুই করতে পারেনি। আমার বাবাকে নৌকার মাঝি হিসেবে দল মনোনয়ন দিয়েছে। কিন্তু যদি আবারও জোটের প্রার্থীকে এখানে মনোনয়ন দেয়া হয় তখন আমি এখানে নির্বাচন করবো। আর আমার বাবা যদি শেষ পর্যন্ত নৌকার প্রার্থী হিসেবেই ভোট করেন তাহলে আমি আমার মনোনয়ন প্রত্যাহার করে নিবো।’