ডিসেম্বর ১, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ

বগুড়ার আদমদীঘিতে নারীর লাশ উদ্ধার

বৃহস্পতিবার (২৮ জুলাই) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলার মুরইল এলাকার কোচপুকুরিয়া নামক স্থান থেকে মর্জিনা বেগম (৩৫) এক নারীর লাশ উদ্ধার করে আদমদিঘী থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের আবুল নামের এক প্রতিবন্দী ব্যক্তির তালাক প্রাপ্ত স্ত্রী মর্জিনা বেগম।  বৃহস্পতিবার বেলা ১০ টায় মুরইল ব্রিজের পাশে কোচপুকুরিয়া নামক স্থানে একটি জমিতে গলায় ওড়নার পেঁচানো একটি মরদেহ দেখতে পেয়ে হৈচৈ করে। বেলা ১১ টায় আদমদীঘি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকাল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে প্রকৃত রহস্য জানা যাবে।

 

এসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print