ডিসেম্বর ১, ২০২৫ ৭:২৯ পূর্বাহ্ণ

বগুড়ার ঐতিহ্যবাহী নিশান মেলা

বগুড়ার ঐতিহ্যবাহী নিশান মেলা
বগুড়ার ঐতিহ্যবাহী নিশান মেলা। ছবি: এনসিএন

আজ রোববার বগুড়া সদর উপজেলার দাড়িয়াল গ্রামে ঐতিহ্যবাহী নিশান মেলা উদযাপিত হয়েছে। স্থানীয়দের দাবি, প্রায় ৪০০ বছর ধরে দাড়িয়াল গ্রামে এ মেলা হচ্ছে। অনেকের কাছে মেলাটি ‘দাড়িয়াল মেলা’ নামেও পরিচিত।

জানা যায়, কোন এক সময়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের পূর্ব পুরুষেরা এই মেলাটি নিষান উত্তোলন করে স্থাপন করেন। সদর উপজেলা থেকে বারপুর হয়ে পূর্ব পশ্চিম কর্ণারে নূনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রামে দাড়িয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মেলাটি অনুষ্ঠিত হয়।

প্রতি বছরের ন্যায় জৈষ্ঠ্য মাসের দ্বিতীয় রবিবার মেলাটি বসে থাকে। হিন্দু সম্প্রদায়ের পূর্ব পুরুষেরা নিষান উত্তোলন করে মেলাটি শুরু করেছিলেন। এর ধারাবাহিকতায় আজও এ প্রজন্মের লোকেরা তাদের ঐতিহ্য বজায় রাখার জন্য মেলাটি উদযাপন করে থাকেন।

মেলাতে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ ও মধু মাসের মৌসুমী ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, গাব, বড়ই ফল, আনারস, তরমুজ, বাঙ্গি, লটকন, তালখুরসহ মৌসুমী ফল এবং কাঠের আসবাসপত্র, তুলা ও হরেক রকমের মিষ্টি সহ রান্নার ডাল মসলা পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন রকমের ঘুড়ি ও কাঠের এবং মাটির তৈরি শিশুদের খেলনা সামগ্রী দেখা যায়। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য চোখে পড়ে নাগর দোলা, চরকি, মোটর সাইকেল খেলা ও পুতুল নাচ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print