বগুড়ার শিবগঞ্জের করতোয়া নদীতে গোসল করতে নেমে গৌরী মোহন্ত (৬৫) নামের এক বৃদ্ধা নিখোঁজ হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার আঁচলাই গ্রামের কামারপাড়া (কাঁচারী বাজার) ঘাটে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের যোগেশ্বর মোহন্তের স্ত্রী।
এ ঘটনায় শিবগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল শনিবার থেকে উদ্ধারকাজ পরিচালনা করছে। তবে রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গৌরী মোহন্তকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয়রা জানায়, শুক্রবার গৌরী দুপুর ১টার দিকে করতোয়া নদীতে গোসল করতে গেলে স্রোতে ডুবে নিখোঁজ হয়।
শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক জিন্নুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে অনেক খোঁজাখুজি করে গৌরীকে উদ্ধার করা করতে পারেনি। তবে তল্লাশি অব্যাহত রয়েছে।
