ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

বগুড়ার সবুজ কুয়াকাটা সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ, অতঃপর মরদেহ উদ্ধার 

বগুড়ার সবুজ কুয়াকাটা সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ, অতঃপর মরদেহ উদ্ধার।
বগুড়ার সবুজ কুয়াকাটা সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ, অতঃপর মরদেহ উদ্ধার। ছবিঃ সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে ঘুরতে যেয়ে গোসলে নেমে নিখোঁজ হোন বগুড়ার আল আমিন সবুজ। গতকাল সোমবার (২২ আগস্ট) দুপুর দেড় তার দিকে গোসল করতে নামলে সমুদ্রের স্রোতে ভেসে যান তিনি। পরে অনেক খোজাখুজি করলেও তার সহকর্মীরা তাকে খুজে পান না।

মঙ্গলবার (২৩ আগস্ট) সাড়ে ১০ টার দিকে প্রায় ৫ কিলোমিটার দুরে তার লাশের সন্ধান পাওয়া যায়। 

নিহত সবুজ বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার গন্ডগ্রাম এলাকার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে। সে আইটেল মোবাইল কোম্পানিতে কর্মরত ছিল।

জানা যায়, আইটেল কোম্পানিতে কর্মরত ৫৫ জনের একটি গ্রুপ বগুড়া থেকে সকালে কুয়াকাটায় ঘুরতে যান। হোটেল সী-ভিউতে ওঠার পর দুপুর দুইটার দিকে তাদের মধ্যে তিন সহকর্মী সবুজ, আসিফ ও অলীদ সৈকতে গোসলে নামেন।

এসময় সমুদ্রের ঢেউয়ের স্রোতে  তারা তিন জনই সাগরের মধ্যে চলে যায়। পরে স্থানীয় ওয়াটার বাইক চালকরা দুই জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও সাঁতার না জানায় নিখোঁজ সুবজের মরদেহ  উদ্ধার করে ফায়ার সার্ভিস ও পুলিশ।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print