বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীতে গোসল করার সময় পানিতে ডুবে নিখোঁজ নীরা খাতুন (১৩)ও তার ভাই জিসান(৭) এর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে রাজশাহী থেকে আসা ডুবুরীদল উপজেলার কালিতলা গ্রোয়েন বাঁধের পূর্ব পাশে চরবাটিয়া গ্রামের নিকট যমুনা নদী থেকে তাদের লাশ উদ্ধার করে।
জানা গেছে, সারিয়াকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও চরবাটিয়া চরের মশিদুল সরকারের মেয়ে নীরা খাতুন (১৩) এবং নিরার ভাই ময়ূরের চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্র নিশান (৭) তাদের বাড়ীর পশ্চিম পাশে সোমবার বিকালে যমুনা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে নীরা এবং সাড়ে ১০ টার দিকে নিশানের মরদেহ উদ্ধার হয়েছে।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই ভাই বোনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিটক হস্তান্তর করা হয়েছে।
