ডিসেম্বর ১, ২০২৫ ৯:২৭ পূর্বাহ্ণ

বগুড়ায় আগামী কয়েকদিন যেমন থাকবে আবহাওয়া

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গত কয়েক মাস থেকে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে প্রকৃতি বিভিন্ন রূপে বিরূপ আচরণ করছে। বৃষ্টি না হওয়ার কারণে সব সময় গরম অনুভূত হওয়ার ফলে বৈদ্যুতিক পাখার ব্যবহার বেড়েছে। একই সাথে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের ব্যবহার। এতে জনজীবনে দৈনন্দিন ব্যয় বেড়েছে। বিদ্যুৎ বেশি ব্যবহার করার ফলে কার্বন নিঃসরণের পরিমাণও বেড়েছে।

তবে বগুড়ায় কয়েকদিন ধরে নিয়মিত বৃষ্টি হলেও ভ্যাপসা গরম কমছে না যেন শহরে। বৃষ্টির সময় কিছুটা ঠাণ্ডা অনুভূতি হলেও বৃষ্টি থেমে গেলেই ভ্যাপসা গরমে অতিষ্ট হচ্ছে মানুষজন।

চলতি মাসে গেল ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত ৭৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এমনকি আগামী কয়েকদিন পর্যন্ত প্রতিদিন বৃষ্টি হবে এমন কি আজকে রাতেও বৃষ্টি হওয়ার সম্ভবনা আর গরম কমে যাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন বগুড়া আবহাওয়া অফিস।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক সৈয়দ গোলাম কিবরিয়া জানান, বগুড়ায় আগামী কয়েকদিনে প্রতিদিন ৫ থেকে ১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সেই সাথে কয়েকদিন গরমের তীব্রতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print