বগুড়ার মহাস্থান শাহ্ সুলতান আবাসিক বোডিং থেকে দু’জন কপোত কপোতিকে আটক করে শিবগঞ্জ থানা পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় বাসিন্দারা।
সরেজমিনে ও শিবগঞ্জ থান সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৫ মে) বিকেলে বগুড়ার শিবগঞ্জ থানার মহাস্থান শাহ্ সুলতান আবাসিক বোডিংয়ে অসামাজিক কার্যকলাপের সময় দু’জন কপোত কপোতিকে স্থানীয় জনগন আটক করে।
পরে শিবগঞ্জ থানায় খবর দিলে থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন ও সোহরাব হোসেন ঘটনাস্থলে এসে সদরের গোকুল উত্তরপাড়া গ্রামের মহাস্থান মাজারের আগরবাতি গোলাপজল ব্যবসায়ী ফুল মিয়ার পুত্র ও মহাস্থান ইকরা মডেল স্কুলের আঃ রহিম এর ভাগ্নে ইউসুফ আলী (২৩) ও বগুড়ার শেরপুর থানার মহিপুর গ্রামের জাহিদের জনৈক কন্যা জোতিকে (১৪) আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি সম্পর্কে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান, ‘তারা বোডিংয়ে গিয়েছিল কিন্তু কোন অপকর্ম না করায় এবং তারা অপ্রাপ্ত বয়স্ক হওয়াই উভয়ের অভিভাবকের জিম্মায় দেওয়া হয়।’
এনসিএন/আরআই
