ডিসেম্বর ১, ২০২৫ ১২:৩১ পূর্বাহ্ণ

বগুড়ায় ভাইরাল হওয়ার নেশায় কবরে ইউটিউবার: অতঃপর আটক

বগুড়ায় কবরে ইউটিউবারের রাত্রিযাপন: অতঃপর আটক।
বগুড়ায় কবরে ইউটিউবারের রাত্রিযাপন: অতঃপর আটক। ছবিঃ এনসিএন

বগুড়ার শাজাহানপুরে জীবন্ত অবস্থায় কবরের অভিজ্ঞতা অর্জন করতে এবং তা ভিডিও করে ইউটিউব চ্যানেলে পোষ্ট করার জন্য নিজ বাড়ির উঠানে কবর খুড়ে ভিতরে ঢুকে ১০ ঘন্টা কাটিয়েছে মিজানুর রহমান রনি (২২) নামে এক শিক্ষার্থী। এঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্য ও সমালোচনার সৃষ্টি হয়।

খবর পেয়ে সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে কবর থেকে রনিকে আটক করে পুলিশ।

রনি উপজেলার আমরুল ইউনিয়নের রাধানগর গ্রামের মোকছেদ আলীর ছেলে। সে চাপাইনবাবগঞ্জ পলিটেকনিক থেকে এবছর ডিপ্লোমা পাশ করেছে।

স্থানীয়রা জানান, মিজানুর রহমান রনি নিজ বাড়ির উঠানে কবর খুড়ে রবিবার রাত ১১টার দিকে সবার অজান্তে খাবার, পানি, লাইট, ক্যামেরা নিয়ে কবরে ঢুকে। কবরে যাতে গরম না লাগে সেজন্য উপর থেকে প্লাষ্টিকের মোটা পাইপের সাথে বৈদ্যুতিক ফ্যান লাগিয়ে নেন। সোমবার সকালে জানাজানি হলে স্থানীয়দের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হলেও অনেকের মাঝে সমালোচনা শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে রনি ও তার বড়ভাই মিলনকে আটক করে থানায় নিয়ে যায়।

স্থানীয়রা আরো জানান, রনি ও তার পরিবারের লোকজন ভাল মানুষ। রনি বছর খানেক আগে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেটে ভ্রমন করেছেন।

শাজাহানপুর থানার এসআই শামীম হাসান “এনসিএন” কে জানান, রনি একজন ইউটিউবার। কবরের অভিজ্ঞতা ভিডিও করে ইউটিউবে পোষ্ট করার জন্য সে এই কাজ করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। সন্দেহজনক কিছু পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনসিএন/বিআর

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print