বগুড়ায় গত সোমবার (০৮ আগস্ট) সকালে শহরের নবাববাড়ি রোডে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখার ঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায়, দেরি হওয়ার কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ের ভেতর প্রবেশ করতে দেয় না কর্তৃপক্ষ। শুধু তাই নয়, বিদ্যালয় কর্তৃপক্ষ এ দিনকে অনুপস্থিত দেখিয়ে ৫০ টাকা করে জরিমানা নেওয়া হয় শিক্ষার্থীদের কাছ থেকে।
গত সোমবার (০৮ আগস্ট) সকালে বৃষ্টির কারণে অনেক শিক্ষার্থীদের বিদ্যালয়ে ঢুকতে দেরি হয় ৪ মিনিটের মতো। তাই আর কাউকে ঢুকতে দেওয়া হয়নি বিদ্যালয়ের ভেতর।
এসময় শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে সড়ক অবরোধ করে। সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় গেট থেকে সার্কিট হাউজ পর্যন্ত সড়ক অবরোধ করে রাখা আধঘন্টা পর্যন্ত।
পরে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের বুঝিয়ে বিদ্যালয়ের ভেতরে পাঠিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
