ডিসেম্বর ১, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ

বগুড়ায় কালি মন্দিরে চুরি, চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪

বগুড়ায় কালি মন্দিরে চুরি, চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪
বগুড়ায় কালি মন্দিরে চুরি, চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৪। ছবি: এনসিএন

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি কালী মন্দিরে চুরি হয়ে যাওয়া মূর্তি, স্বর্ণালংকার ও মালামালসহ ৪ দুবৃত্তদের গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে শহরের চকসূত্রাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালী মন্দিরে চুরি যাওয়া মূর্তি, স্বর্ণালংকার ও মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চকসূত্রাপুর এলাকার মৃত বজলু শেখের ছেলে ফরহাদ হোসেন(৩০), মৃত মতি শেখের ছেলে নয়ন শেখ(৩০), শাজাহানপুর উপজেলার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম(৩২) এবং চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার মৃত মাহাফুজুর রহমানের ছেলে হাসান আলী(৪৫)।

এদিন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

পুলিশ আরো জানায়, রোববার রাতের কোন এক সময় শহরের নামাজগড় ডালপট্টি বারোয়ারি কালিমন্দিরে চুরির ঘটনা ঘটে।

এসময় চোরেরা পিতলের তৈরি দুইটি গোপাল ঠাকুরের প্রতিমা, একটি পিতলের তৈরি হনুমান প্রতিমা, পিতলের তৈরি প্রদীপ একটি,একটু কালী প্রতিমার গলার স্বর্ণের মালা ১টি, একটি চাঁন্দীর মালা, দুইটি কানের দুল, একটি নাকের নথ, একটি টিকলি ও সিসিটিভির মনিটরসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।

ডালপট্টি পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাজেস গোয়ালা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আসামীদের স্বীকারোক্তি অনুযায়ী চকসূত্রাপুর কসাইপাড়া এলাকার হাসান আলীর বাড়ি থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়। এসময় হাসান আলীকে চোরাই মালামাল রাখার অপরাধে গ্রেপ্তার করা হয়।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা জানান, চুরির ২৪ ঘন্টার মধ্যে জড়িতদের গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।

এনসিএন/এ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print