বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে বগুড়া সদর উপজেলা যুবদলের আয়োজনে দোয়া মাহফিল হয়েছে।
সোমবার (১৩ জুন) সন্ধ্যায় সদরের বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বগুড়া সদর উপজেলা যুবদলের আহ্বায়ক শ্রী অতুল চন্দ্র দাস এর সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহম্মেদ খাঁন রুবেল, সাধারন সম্পাদক এ্যাডঃ সৈয়দ জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিকসহ অনেকেই।
এদিন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনা করে দোয়া পরিচালনা করেন বাঘোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ নূরনবী।
