বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হওয়া এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৬ জুন) বেলা ১২টায় উপজেলার দীঘলকান্দি গ্রামের একটি জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আনুমানিক ৫০ বছর বয়সী ওই বৃদ্ধকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তবে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় স্থানীয় লোকজন তাকে চিনতে পারেনি।
স্থানীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে প্রেম যমুনা ঘাটের দক্ষিণ পাশের জঙ্গল থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে বিষয়টি পুলিশকে জানালে জঙ্গল তল্লাশি করে মরদেহের সন্ধান পায় তারা। এরপর অজ্ঞাত মরদেহটি মর্গে পাঠিয়ে দেয় পুলিশ।
এদিন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তিনি বলেন, ধারণা করা হচ্ছে আনুমানিক ৫০ বছর বয়সী ওই ব্যক্তিকে ৩-৪ দিন আগে ধারালো অস্ত্রের আঘাতে খুন করে অজ্ঞাত দুর্বৃত্তরা। মরদেহের পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের (শজিমেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
