ডিসেম্বর ১, ২০২৫ ৬:৪৯ পূর্বাহ্ণ

বগুড়ায় ট্রাকের চাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

বগুড়ায় ট্রাকের চাপায় নিহত বাপ্পি (মাঝে), দুইপাশে আহত অভি ও পিয়াল। ছবি কলাজ: এনসিএন
বগুড়ায় ট্রাকের চাপায় নিহত বাপ্পি (মাঝে), দুইপাশে আহত অভি ও পিয়াল। ছবি কলাজ: এনসিএন

ঢাকা-বগুড়া মহাসড়কে বনানীর ফুলতলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিঝুম বাপ্পী (২৫) নামের এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নিথর মরদেহ শজিমেক হাসপালের মর্গে রাখা হয়েছে।

একই সাথে মোটরসাইকেলে থাকা বাকি দু’জন আরোহী অভি (২১) ও পিয়াল (২৪) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তারা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনায় আহত পিয়ালের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে উন্নত চিকিৎসা দিতে শহরের একটি বেসরকারি হাসপাতালে অভিকে স্থানান্তর করা হয়েছে।

বগুড়ায় ট্রাকের চাপায় নিহত বাপ্পি। ছবি: এনসিএন

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ। তবে ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই চালক ও হেলপার পালিয়ে যান।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ‘সন্ধ্যা সোয়া ৭টার দিকে বাপ্পী তার মোটরসাইকেলে অভি ও পিয়ালকে নিয়ে ফুলতলা থেকে বনানীর দিকে যাচ্ছিলেন। আঞ্চলিক বীজাগারের সামনে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক করার সময় ধাক্কা লেগে তারা মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই বাপ্পী নিহত হন। গুরুতর আহত অভি ও পিয়ালকে শজিমেক হাসপাতালে পাঠানো হয়। ট্রাকটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।’

এনসিএন/এএ/এআইএ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email
Print