বগুড়ার কাহালু উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার বীরকেদার বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলে একজন এবং পরে আহত অবস্থায় দুপচাঁচিয়া হাসপাতালে নেয়ার পর অন্যজনের মৃত্যু হয়। এছাড়া আরও একজনকে গুরুতর আহত অবস্থায় দুপচাঁচিয়া থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁ সদর এলাকার বাসিন্দা আব্দুল (২০) এবং সৈকত (২১)।
এদিন বিষয়টি নর্থ ক্যাপিটাল নিউজকে করেছেন কাহালু থানার ইনচার্জ আমবার হোসেন। তিনি জানান, শুক্রবার রাত আটটার দিকে কাহালু উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বীরকেদার বারোমাইল এলাকায় তিন মোটরসাইকেল আরোহীকে একটি ট্রাক ধাক্কা দেয়।
এসময় ঘটনাস্থালে একজন এবং হাসপাতালে নেওয়ার পর একজনসহ ২জন নিহত হয়। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘাতক ট্রাক ও ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলেও জানিয়েছেন তিনি।
এনসিএন/এআইএ
