বগুড়ায় ২৫ দিন পর করোনা আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রোববার রাতে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম ইদ্রিস আলী (৭৮)। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার বাসিন্দা।
এর আগে গত মাসের ৩০ জুন জেলার শিবগঞ্জের বাসিন্দা মমতাজ উদ্দিনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে শজিমেক হাসপাতালে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০৭ জনে।
মঙ্গলবার (২৬ জুলাই) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ সাহারুল ইসলাম খান।
তিনি আরও জানান, একজনের মৃত্যুর পাশাপাশি জেলায় গত ২৪ ঘণ্টায় ৫৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের করোনা শনাক্ত হয়েছে।