বগুড়ায় ট্রাকের সাথে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় ট্রাকচালকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল। নিহত দু’জনই বগুড়া সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থী।
গ্রেফতারকৃত ব্যক্তি আমিনুর ইসলাম (৩০) দিনাজপুর জেলা সদরের হোসেনপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে । তিনি পেশায় একজন ট্রাক চালক। বর্তমানে তিনি বগুড়ার শেরপুরের উপজেলার রাজাপুর গ্রামে বসবাস করেন। গত রোববার (২৪ জুলাই) রাত ১১ টার দিকে বগুড়া জেলার শেরপুর উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত শনিবার (২৩ জুলাই) বগুড়ার শাজাহানপুরের ঢাকা-রংপুর ২য় বাইপাস মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২জন পলিটেকনিক ছাত্র নিহতের ঘটনা ঘটে। নিহতরা বগুড়া শহরের দক্ষিণ চেলোপাড়া এলাকার খোকন মোহন্তের ছেলে সাগর মোহন্ত (২১) ও সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জামিরতা গ্রামের আলমাস হোসেনের ছেলে তানভীর হোসেন (২১)। এই ঘটনায় বাদী হয়ে নিহত সাগরের চাচা ঘটনার দিনই শাজাহানপুর থানায় অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন।
র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান জানান, ঘটনার পর থেকে ট্রাকচালক আমিনুরকে গ্রেফতারে র্যাব কাজ শুরু করে। রবিবার (২৪ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমিনুরকে বগুড়ার শাহজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এনসিএন/বিআর
