বগুড়ায় পাঁচ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টায় বিসিক শিল্প কার্যালয়ে এ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নিলুফা ইয়াছমিন।
এতে সভাপতিত্ব করেন বিসিক জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক এ.কে.এম মাহফুজুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী রবসন কামাল, বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম বাবু, বিসিক জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জিন্নাত আরা ও বিসিক কার্যালয়ের প্রশিক্ষন কর্মকর্তা শাহীনুর রহমান।
পাঁচ দিন ব্যাপী এই কোর্সের ১ম ব্যাচে ২৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। এই কোর্সের মাধ্যমে উদ্যোক্তারা তাদের দক্ষতার উন্নয়ন বাড়ানোর বিভিন্ন কৌশল শিখবে।
