বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের রামদার কোপে ওয়াজেদ হোসেন ঝন্টু (২৫) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে সদর উপজেলার উত্তর ভাটকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওয়াজেদ ওই এলাকার আফজাল হোসেন প্রামাণিকের ছেলে। ওয়াজেদ পেশায় টাইলস মিস্ত্রী ছিলেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তবে তার নাম ঠিকানা তাৎক্ষনিক জানাতে পারেনি পুলিশ।
জানা গেছে, সকালে ভাটকান্দির একটি সরকারি জলাশয়ে মাছ ধরতে যান ওয়াজেদ। সেখান থেকে ফিরে তিনি সকাল ৯টার দিকে স্থানীয় একটি হোটেলে সকালের নাস্তা করতে বসেন। সেখানেই প্রতিপক্ষরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করে।
পরে তাকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা জানান, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকান্ডটি ঘটেছে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। পুলিশ হেফাজতে সে চিকিৎসাধীন। শীঘ্রই এ হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতার করা হবে।
এনসিএন/এ/
