বগুড়ার গাবতলীতে জমির মাঠে ফুটবল খেলা নিয়ে তর্কের জের ধরে মামুন (২৪) নামের এক যুবককে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করলে সে খুন হয়। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকেলে রামেশ্বপুর ইউনিয়নের হোসেনপুর টাইরপাড়া গ্রামে। এঘটনায় মামলার প্রস্ততি চলছে।
থানা ও এলাকা সূত্রে জানা গেছে, উপজেলার রামেশ্বপুর ইউনিয়নের হোসেনপুর টাইরপাড়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক ওরফে গামার ছেলে মামুন ও একই এলাকার খোকনসহ হোসেনপুর টাইরপাড়ার ছেলেরা জমির মাঠে ফুটবল খেলতে নামে। খেলার এক পর্যায়ে খোকনের সাথে মামুনের খেলা নিয়ে ভীষন তর্ক-বিতর্ক হয় এবং তর্ক শেষে খেলাও ভন্ডুল হয়ে যায়। খোকন মামুনের চেয়ে বয়সে বড় হওয়ায় মামুনের খোকনের সাথে তর্ক করার বিষয়টি খোকন মেনে নিতে পারেনি এবং মামুনের উপর খোকন ভীষন ক্ষীপ্ত হয়। এর জের ধরে ওই দিন রাত ৯টায় ঐ গ্রামের পিন্টু মিয়ার দোকানে মামুন বসে থাকা অবস্থায় তার পিছন থেকে খোকন লোহার পাইপ দিয়ে মামুনের মাথায় আঘাত করলে সে রক্তাক্ত যখম হয়।
নিহত মামুন পেশায় একজন অটো ভ্যান চালক ছিলেন।
স্থানীরা সঙ্গে সঙ্গে মামুনকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় মামুন গত শনিবার রাত আনুমানিক ১টায় মারা যায়। মারা যাওয়ার বিষয়টি কর্তব্যরত ডাক্তার নিশ্চিত করেন তার পরিবারের নিকট।
এ বিষয়ে গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম সিরাজ জানান, ঘটনার পর পরই খোকন পলাতক রয়েছে এবং লাশ ময়নাতদন্ত করে পরিবারকে দেওয়া হবে। পুলিশ আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।.
